এখানে ক্লিক করলেই পাচ্ছেন টাকা

 

মোবাইল দিয়ে টাকা ইনকাম, ঘরে বসে মোবাইলে আয় করার উপায় ইত্যাদি সকল বিষয়ে আজকে এই পোস্টে আলোচনা করা হয়েছে। আপনারা যারা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে 2023 সালে করতে চান তারা এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। মোবাইল দিয়ে টাকা আয় করার সম্ভাব্য সকল উপায়ে আমরা এই পোস্টে উল্লেখ করেছি। 













মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়গুলো কি?








মোবাইল দিয়ে টাকা উপার্জন করার একাধিক উপায় রয়েছে। এর জন্য শুধুমাত্র একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশন থাকে তবেই এখনি আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন। মোবাইল দিয়ে টাকা আর্নিং করার উপায় সমূহ নিম্নরূপঃ-
















ইউটিউব ভিডিও তৈরী করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ব্লগিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ফ্রিল্যান্সিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








অনলাইন টিউশন করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ফেসবুক ই-কমার্স দ্বারা মোবাইল দিয়ে টাকা ইনকাম








ফেসবুক মনিটাইজেশন দ্বারা মোবাইল দিয়ে টাকা ইনকাম








Webtalk থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম








রিসেলিং ব্যবসা করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








পুরাতন পণ্য বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ইন্সটাগ্রাম থেকে মোবাইল দিয়ে টাকা আয়








PTC সাইট থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ফেসবুক বুস্টিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








মাইক্রোওয়ার্ক সাইট থেকে মোবাইল দিয়ে টাকা আয়








ইনভেস্টমেন্ট বা ট্রেডিং সাইট থেকে মোবাইল দিয়ে ইনকাম








বিভিন্ন অ্যাপস থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম 








ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা আয়








ক্রিপটোকারেন্সি ট্রেডিং এর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা আয়








ড্রাইভিং করে মোবাইল দিয়ে টাকা আয়








মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস








মোবাইল দিয়ে বিকাশ থেকে ইনকাম








মোবাইল দিয়ে টাকা ইনকাম








মোবাইল দিয়ে টাকা ইনকাম করার বিস্তারিত উপায় গুলো তে যাওয়ার আগে চলুন কিছু ভিডিও দেখে নেওয়া যাক। আশা করছি এই ভিডিওগুলো দেখলেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। 
















মোবাইল দিয়ে টাকা ইনকাম করার কৌশল
















মোবাইল দিয়ে টাকা আয় করার তিনটি কৌশল 
















ইউটিউব ভিডিও তৈরী করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট শক্তিশালী। ভিডিও রেকর্ড থেকে শুরু করে ভিডিও এডিট ও আপলোড পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া মোবাইল ফোনেই করা যায়। মোবাইল দিয়ে ভিডিও তৈরী করে ইউটিউবে আপলোড করে গুগল এডসেন্স প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করা সম্ভব। এছাড়া যথেষ্ট বেশি সংখ্যক সাবস্ক্রাইবার পেলে স্পন্সরড ভিডিও করেও টাকা ইনকাম সম্ভব।
















কী নিয়ে ইউটিউব ভিডিও বানাবেন, সেটা নিয়ে ভাবছেন? বর্তমানে ইউটিউবে সকল ধরণের ভিডিও কনটেন্ট এর চাহিদা ও ভিউয়ার রয়েছে। নির্দিষ্ট টপিক সিলেক্ট করে সেই বিষয়ক ভিডিও মোবাইলে তৈরী করে ইউটিউব দ্বারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারে যেকেউ।
















ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটি ইউটিউব মনিটাইজেশন নামে পরিচিত। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে গেলে প্রয়োজন হয়ঃ
















বিগত ৩৬৫ দিনে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম








মোট ১০০০ সাবস্ক্রাইবার








উল্লেখিত দুইটি শর্ত পুরণ হয়ে গেলেই ইউটিউব থেকে আয় শুরু হয়। একটু আগেই যেমন বললাম, আপনার চ্যানেল কিছুটা বড় হতে শুরু করলে ইউটিউব মনেটাইজেশন এর পাশাপাশি বিভিন্ন স্পন্সারশিপ থেকেও আয় সম্ভব। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম এর আরো পথ তো থাকছেই।
























ব্লগিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম








ব্লগিং অনলাইনে টাকা আয়ের এর কতটা জনপ্রিয় উৎস একথা এখন অনেকেরি জানা। ব্লগিং একটি মুক্ত পেশা। চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থী আপনি যেই হোন না কেন দিনের নির্দিষ্ট সময়ে 2 থেকে 3 ঘন্টা সময় বের করতে পারলে আপনি ব্লগিং শুরু করতে পারেন।
















আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং একজন ব্লগার।মোবাইল দিয়ে আমি আমার ব্লগিং শুরু করি, বর্তমানে আমি ব্লগিং থেকে ভালো পরিমাণ টাকা আয় করেছি এবং একটি কম্পিউটার নিয়েছি।আপনি ও আপনার জীবনের প্রথম ব্লগ টি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। গুগলের ফ্রি প্লাটফর্ম ব্লগস্পট ব্যবহার করে একটি ফ্রি ব্লগ তৈরি করতে হবে।
















একটি ফ্রি ব্লগ তৈরী করার পর আপনি ব্লগের জন্য একটি ভালো থিম নির্বাচন করে থেকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিবেন। ব্লগ টি তৈরি করার পর আপনি রেগুলার ( দিনে ১ টি, ২ দিন পর পর ১ টি অথাবা সপ্তাহে ২ টি) নতুন এবং ইউনিক কন্টেন্ট পাবলিস্ট করবেন আপবার ব্লগে।
























আপনার লেখা ব্লগ পোষ্ট গুলো যদি কপি-পেস্ট না হয় তাহলে আপনার ব্লগ টি গুগলে রেঙ্ক হবে এবং আপনি পর্যাপ্ত পরিমান ভিজিটর পাবেন। একটি ব্লগে আশা ভিজিটরকে আপনি নানা উপায়ে মনিটাইজ করার মাধ্যমে টাকা আয় করতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় মনিটাইজেশন পদ্ধতি গুগল এডসেন্স।
















গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে আপনাকে গুগলের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই আপনি গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন।
















ব্লগ থেকে টাকা ইনকাম করার সেরা পদ্ধতি গুলি হচ্ছে –
















গুগল এডসেন্স








অ্যাফিলিয়েট মার্কেটিং








পেইড রিভিউ








উপরে উল্লেখিত তিনটি মাধ্যমে ব্লগ থেকে টাকা আয় করার জন্য সর্বস্বীকৃত। আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সম্পর্কিত যে পোস্ট টি পরছেন যে ব্লগে, সেই ব্লগ টি গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ। আমি গুগল অ্যাডসেন্স থেকে এই ব্লগের মাধ্যমে টাকা আয় করে থাকি। মনে রাখবেন ব্লগ থেকে টাকা আয় করতে হলে আপনাকে কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।
















তবে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করলে খুঁজে পাওয়া যায় এমন অনেককে যারা ব্লগ থেকে তাদের প্রথম টাকাটি আয় করতে দুই বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। তবে নিয়ম মেনে ব্লগিং করলে আপনি মাত্র তিন মাসের মধ্যেই প্রথম ডলার আয় করতে পারবেন

। আমাকে বিশ্বাস করুন আমি নিজেও ব্লগ শুরুর 5 মাস পর প্রথম ডলার আয় করতে পেরেছি। বর্তমানে ব্লগিংয়ের মাধ্যমে প্রতি মাসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা আয় করছি। সেই সাথে আমার ব্যবসাও পরিচালনা করছি।
















ফ্রিল্যান্সিং করে মোবাইল দিয়ে টাকা 


ইনকাম








ফ্রিল্যান্সিং মানে শুধু নির্দিষ্ট কোনো কাজ নয়। কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে নিজের দক্ষতা ব্যবহার করে কাজ করে অর্থ উপার্জনকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিল্যান্সারগণ মোবাইলের মাধ্যমে অনেক টাকা আয় করে থাকেন।






Comments

Post a Comment

Popular posts from this blog

এখানে রেজিস্ট্রেশন করে টাকা নেন

এখানে ক্লিক করুন আর সবকিছু বুঝে নিন

এখানে রেজিস্ট্রেশন করে টাকা নেন